Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে যুব ‍উন্নয়ন অধিদপ্তর, নোয়াখালী।
  • বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে  উদবুদ্ধকরন,  দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণের ব্যবস্থাকরন এবং প্রশিক্ষণলব্দ ট্রেডে প্রকল্প গ্রহনের জন্য প্রয়োজনে ঋণ সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় নোয়াখালী জেলায় ১৯৭৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তর এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে নোয়াখালী জেলা শহরের গাবুয়াস্থ নিজস্ব ক্যাম্পাসে  যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয় অবস্থিত।
  • রূপকল্প 2021 ও 2041 এবং  জাতিসংঘ  ঘোষিত এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয়,জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে দেশের জনসংখ্যার সর্বাপেক্ষা সৃজনশীল উ্দ্যমী  অংশ যুবদের অংশগ্রহণের কোন বিকল্প নেই।  উন্নত  শিক্ষা  ও প্রশিক্ষণ  সমৃদ্ধ যুব সমাজই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ,2021 সাল নাগাদ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালে পৃথিবীর উন্নত দেশে পরিনত করতে সক্ষম হবে। যুব সমাজকে দায়িত্ববান, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল করে সুসংগঠিত উৎপাদনমুখী  শক্তিতে রূপান্তরের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার1978 সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি করে যা পরবর্তীতে  যুব ও ক্রীড়া  মন্ত্রণালয় হিসেবে পূনঃ নামকরণ করা হয়। মাঠ  পর্যায়ে  যুব কার্যক্রম বাস্তবায়নের জন্য 1981 সালে  যুব উন্নয়ন অধিদপ্তর গঠন করা হয়।

                জাতীয় যুব নীতি অনুসারে 18-35 বছর বয়সী জনগোষ্ঠীকে যুব  হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ বয়স সীমার জনসংখ্যা 2011 সালের আদম শুমারী ও গৃহগণনা অনুযায়ী মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ। 1981  সাল থেকে জুন 2017 পর্যন্ত  যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব  কর্মসূচী এবং উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে ৬২০৭৩ জন যুবক ও যুব মহিলাকে  প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, ৩৪৪১২ যুবক  ও যুব মহিলা আত্মকর্মসংস্থানে  নিয়োজিত হতে সক্ষম হয়েছে। তন্মধ্যে 2016-2017 অর্থ বছরে ৬৩২২ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৪১৫৫ জন আত্মকর্মসংস্থানে নিয়োজিত হয়েছে। অত্রজেলায়  ঋণ কর্মসূচীর  শুরু থেকে জুন 2017 পর্যন্ত  ৩৬৩৪৫ জন উপকারভোগীকে ৩১,০৩,৯৬,৫০০ টাকা ঋণ সুবিধা প্রদান করা হয়েছে। তন্মধ্যে 2016-17 অর্থ বছরে ৮৫৫ জন উপকারভোগীর মধ্যে ২,৫৫,৪৫০০০টাকা বিতরন করা হয়েছে। ঋণ আদায়ের হার   94%।আত্মকর্মসংস্থান প্রকল্পে নিয়োজিত যুবদের  গড় আয় 4500/- টাকা থেকে 50,000/- টাকা পর্যন্ত। এ ছাড়া প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ও যুব মহিলা বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি লাভ করেছেন এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বের  অন্যান্য দেশে চাকুরি লাভে সক্ষম হয়েছেন।

    আমাদের পক্ষ থেকে আহবান tযুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবদের দেশের আর্থ সামাজিক ‍উন্নয়নে সম্পৃক্ত করে তাদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের ‍উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্যে যুবদেরকে বিভিন্ন উৎপাদনমুখী বিষয়ে প্রশিক্ষণ দিয়ে অত্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে। এ সব কর্মকান্ড বাস্তবায়নের জন্য দেশের সকল জেলা ও উপজেলায় যুব উন্নয়ন অধিপ্তরের কার্যালয় রয়েছে। এ ছাড়া দেশের 64টি জেলায়  আবাসিক  ও অনাবাসিক  প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তদুপরি, দেশের সকল উপজেলায় ভ্রাম্যমান প্রশিক্ষণ  কেন্দ্র আছে। জেলা ও উপজেলায় এসব প্রশিক্ষণকেন্দ্র থেকে আবাসিক ও অনাবাসিক এবং স্বল্পমেয়াদী  প্রশিক্ষণ গ্রহণ করে বেকার যুবরা কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাভলম্বী হচেছ। যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে আরো জানতেআমাদের ওয়েবসাইট (www.dyd.gov.bd) ভিজিটের অনুরোধ করা হলো।