Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

যুব সমাজকে সুশৃংখল ও সুসংগঠিত করে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণ,সঠিক দিক নির্দেশনা  প্রদান এবং জ্ঞান ও দক্ষতা প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিনত করার লক্ষ্যে যুব উন্নয়ন  অধিদপ্তরে নিম্নবর্ণিত কম ©সূচী চালু রয়েছেঃ

  1. বেকার যুবদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ কমসূচীঃ

যুব উন্নয়ন অধিদপ্তরে দুই ধরনের প্রশিক্ষণ কম©সূচী   চালু আছে। যথা 1) প্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কম©সূচী এবং ২) অপ্রাতিষ্ঠানিক /ভ্রাম্যমান  প্রশিক্ষণ কম©সূচী।প্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কম©সূচীর আওতায় অবাসিক ও অনাবাসিক এ দুই ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কম©সূচী  উপজেলা পযায়ে স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ট্রেডে প্রদান করা হয়। সব উপজেলায় একই ট্রেডে অপ্রাতিষ্ঠানিক  প্রশিক্ষণ প্রদান করা হয় না। স্থানীয়  চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন উপজেলায় বিভিন্ন  ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ  প্রদান করা হয়ে থাকে। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমূহে প্রশিক্ষনের মেয়াদ 1 মাস  হতে ৬ মাস এবং অপ্রাতিষ্ঠানিক ট্রেডে মেয়াদ 07দিন থেকে 21 দিন। যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা পযায়ে নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র এবং ভাড়া বাড়িতে নিজস্ব প্রশিক্ষক দ্বারা পরিচালিত প্রশিক্ষণ কোস© সমূহকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ হিসাবে গন্য করা হয়।এ ছাড়া উপজেলা পযায়ে স্থানীয় চাহিদার ভিত্তিতে দক্ষ ও অভিজ্ঞ অতিথি বক্তা দ্বারা স্কুল মাদ্রাসা ক্লাব কলেজ ও ইউনিয়ন পরিষদ ইত্যাদি স্থানে প্রাপ্ত সুবিধা  ব্যবহার করে পরিচালিত প্রশিক্ষণ কোস© সমূহকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ হিসাবে গন্য করা হয়। এছাড়া আইসিটি  মোবাইল ভ্যানের মাধ্যমে উপজেলা পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

নোয়াখালী জেলায় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কমসূচির আওতায় কোস সমূহ নিম্নরূপঃ

  1. গবাদিপশু হাঁসমুরগী পালন,প্রাথমিক চিকিৎসা,মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণঃ আবাসিক এ প্রশিক্ষণ কোর্সের  মেয়াদ 03 মাস। এপ্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থীদেরকে 100.00 (একশত)টাকাভর্তিফিএবং জামানত হিসেবে 100.00(একশত) টাকা (ফেরৎযোগ্য)জমা দিতে হয়। যুব উন্নয়ন  অধিদপ্তর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের  প্রত্যেককে মাসিক 1200.00টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করে থাকে। এ কোর্সে  ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টমশ্রেণি পাশ।

 

  1. মৎস্য চাষ প্রশিক্ষণঃঅনাবাসিক এ প্রশিক্ষণ  কোর্সের মেয়াদ 01 মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহণের  জন্য প্রশিক্ষণার্থীকে 50/-(পঞ্চাশ) টাকা ভর্তি ফি দিতে হয়।এ কোর্সে ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগতযোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।

 

 

  1. পোশাক তৈরী প্রশিক্ষণ কোস©tঅনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের  মেয়াদ 03 মাস। এ প্রশিক্ষণ ভর্তির জন্য প্রশিক্ষণার্থীকে 50/-(পঞ্চাশ) টাকা ভর্তি  ফি দিতে হয়। এ কোর্সে ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।

 

  1. কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোস©tঅনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ 6 মাস।  এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের  জন্য প্রশিক্ষণার্থীকে 1000/-(এক হাজার) টাকা ভর্তি ফি প্রদান করতে হয়। কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্সে ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি পাশ।

 

 

  1. মডান অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশনস  প্রশিক্ষণ কোস©tঅনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ 6 মাস।  এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের  জন্য প্রশিক্ষণার্থীকে 500/-(পাঁচশত) টাকা ভর্তি ফি প্রদান করতে হয়।  মডা ©ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশনস কোর্সে ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি পাশ।

 

 

 

  1. ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং  কোস©tঅনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ 6 মাস।  এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের  জন্য প্রশিক্ষণার্থীকে 300/-(তিনশত) টাকা ভর্তি ফি প্রদান করতে হয়।  ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং  প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।

 

  1. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং কোসঃঅনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ 6 মাস।  এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের  জন্য প্রশিক্ষণার্থীকে 300/-(তিনশত) টাকা ভর্তি ফি প্রদান করতে হয়।  রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।

 

 

  1.   ইলেকট্রনিক্স কোসঃঅনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ 6 মাস।  এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের  জন্য প্রশিক্ষণার্থীকে 300/-(তিনশত) টাকা ভর্তি ফি প্রদান করতে হয়।  ইলেকট্রনিক্স প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।

 

বিশেষ কোস সমূহঃ

  1. মহিষ পালন ও গবাদি পশুর প্রাথমিক  চিকিৎসা  প্রশিক্ষণ কোর্সtআবাসিক এ প্রশিক্ষণ কোর্সের  মেয়াদ ০১ মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য  প্রশিক্ষনার্থীকে ১০০/(একশত) টাকাভর্তি ফি দিতে হয়। এ প্রশিক্ষণে  অংশগ্রহণকারীদের প্রত্যেককে  মাসিক ১২০০.০০ টাকা  প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।  এ কোর্সে ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগতযোগ্যতা  অষ্টম শ্রেণি পাশ।
  2. দুগ্ধবতী  গাভী পালন ও গরু  মোটাতাজাকরণ প্রশিক্ষণ কোর্সআবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০১ মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য  প্রশিক্ষনার্থীকে ১০০/(একশত) টাকা  ভর্তি ফি দিতে হয়। এ প্রশিক্ষণে  অংশগ্রহণকারীদের প্রত্যেককে  মাসিক ১২০০.০০ টাকা  প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। এ কোর্সে ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগতযোগ্যতা  অষ্টম শ্রেণি পাশ।
  3. মৎস্য চাষ প্রশিক্ষণ  কোর্সঃআবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০১ মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য  প্রশিক্ষনার্থীকে ১০০/(একশত) টাকা ভর্তি ফি দিতে হয়।  এ প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের প্রত্যেককে  মাসিক ১২০০.০০ টাকা  প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।  এ কোর্সে ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগতযোগ্যতা  অষ্টম শ্রেণি পাশ।
  4. মুরগীপালন ব্যবস্থাপনা,মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপনন প্রশিক্ষণ  কোর্সঃআবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০১ মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য  প্রশিক্ষনার্থীকে ১০০/(একশত) টাকা ভর্তি ফি দিতে হয়।  এ প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের প্রত্যেককে  মাসিক ১২০০.০০ টাকা  প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।  এ কোর্সে ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগতযোগ্যতা  অষ্টম শ্রেণি পাশ।
  5. মোবাইল সাভি©সিং এন্ড রিপেয়ারিং কোর্সঃআবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০১ মাস। এ প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য  প্রশিক্ষনার্থীকে ১০০/(একশত) টাকা ভর্তি ফি দিতে হয়। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রত্যেককে  মাসিক ১২০০.০০ টাকা  প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।  এ কোর্সে ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগতযোগ্যতা  অষ্টম শ্রেণি পাশ।

 

  1. ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সঃঅনাবাসিক এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ 1 মাস।  এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের  জন্য প্রশিক্ষণার্থীকে 1000/-(এক হাজার) টাকা ভর্তি ফি প্রদান করতে হয়।  ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি পাশ।

 

নোয়াখালী জেলায় অপ্রাতিষ্ঠানিক  কর্মসূচীর আওতাভুক্ত কোর্স সমূহtঅপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোসসমূহের  আওতায়  চাহিদার ভিত্তিতে বিভিন্ন  ট্রেডে  বেকার যুবদের 07দিন থেকে 2 দিন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণ  কোস© পরিচালনা কর হয়ে থাকে। এ কোর্সের আওতায় পরিচালিত প্রশিক্ষণ কোস ©সমূহঃ 

  1. পারিবারিক হাঁসমুরগী পালন 
  2. ব্রয়লার ও ককরেল পালন
  3. বাড়ন্ত  মুরগী পালন
  4. ছাগল পালন
  5. গরু মোটাতাজাকরণ
  6. পারিবারিক গাভী পালন
  7. পশুপাখির খাদ্যপ্রৃস্তুতও বাজারজাতকরণ
  8. পশুপাখির রোগ ও তার প্রতিরোধ
  9. কবুতর পালন
  10. কাঁচা চামড়া  সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ
  11. মৎস্য চাষ
  12. সমন্বিত মৎস্য চাষ
  13. মৌসুমী মৎস্য চাষ
  14. মৎস্য পোনা চাষ(ধানী পোনা)
  15. মৎস্য হ্যাচারী
  16. প্লাবন ভুমিতে মৎস্য চাষ
  17. গলদা ও বাগদা চিংড়ি চাষ
  18. শুটকি তৈরী ও সংরক্ষণ
  19. বসত বাড়িতে সবজি চাষ
  20. নাসা©রী
  21. ফুল চাষ
  22. ফলের চাষ(লেবু,কলা,পেঁপে ইত্যাদি)
  23. কম্পোস্ট সার তৈরী
  24. গাছের কলম তৈরী
  25. ঔষধী গাছের চাষাবাদ
  26. ব্লক প্রিন্টিং
  27. বাটিক প্রিন্টিং
  28. পোশাক তৈরী
  29. স্ক্রীন প্রিন্টিং
  30. স্প্রে প্রিন্টিং
  31. মনিপুরীতাঁত শিল্প
  32. কাগজের ব্যাগ ও ঠোঙ্গা তৈরী
  33. বাঁশ ও বেতের সামগ্রী তৈরী
  34. নকশি কাঁথা তৈরী
  35. কারু মোম তৈরী
  36. পাটজাত পন্য তৈরী
  37. চামড়াজাত পন্য তৈরী
  38. চাইনিজ ও কনফেকশনারী
  39. রিকসা,সাইকেল,ভ্যান মেরামত
  40. ওয়েল্ডিং
  41. ফটোগ্রাফি